শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ১০:৩৮ পূর্বাহ্ন
মঙ্গলবার স্থানীয় সময় রাতে মন্ট্রিলে অবস্থিত মার্গারেটের অ্যাপার্টমেন্টে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
তবে কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ ব্যাপারে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এদিকে দেশটির স্থানীয় সংবাদমাধ্যমসমূহ এ অগ্নিকাণ্ডের একাধিক ছবি প্রকাশ করেছে। ছবিগুলোতে দেখা গেছে যে, অগ্নিকাণ্ডের শিকার অ্যাপার্টমেন্টটির কাছে বেশ কিছু মইযুক্ত ট্রাক জড়ো হয়ে আছে এবং অগ্নিনির্বাপক কর্মীরা ভবনটির আগুন নেভানোর চেষ্টা করছেন।
কানাডার প্রধানমন্ত্রী কার্যালয় থেকে অগ্নিকাণ্ডের ঘটনা এখনো জানানো না হলেও দেশটির সরকারি বেতার চ্যানেল রেডিও কানাডা এ খবর নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, আগুনের ঘন ধোঁয়া এবং সম্ভাব্য দগ্ধ হওয়ার কারণে তিনি স্থানীয় এক হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে তার অবস্থা স্থিতিশীল রয়েছে এবং আশা করা হচ্ছে তিনি দ্রুতই সুস্থ হয়ে উঠবেন।
সূত্র: এএফপি