সোমবার, ০৮ মার্চ ২০২১, ০৬:৫৪ পূর্বাহ্ন
প্রেস রিলিজ—-
মহান বিজয়ের মাসে “জয় বাংলা” স্লোগানকে বাংলাদেশের জাতীয় স্লোগান হিসাবে বাস্তবায়ন ও সংবিধানে অন্তর্ভুক্তির দাবিতে শুক্রবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিনের যৌথ উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য এ্যাডভোকেট মোঃ শহীদুল ইসলাম টিটুর দিকনির্দেশনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন “জয় বাংলা”র পক্ষে রিট মামলার আইনজীবী সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সাবেক সম্পাদক এ্যাডভোকেট ড. বশির আহমেদ।
প্রধান বক্তা হিসবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক ও পদ্মা সেতুর লিগ্যাল এ্যাডভাইজার বাংলাদেশ আইন সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট আব্দুন নূর দুলাল।
সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাউথ এশিয়ান ল’ইয়ারস ফোরামের সভাপতি এ্যাডভোকেট শেখ সালাউদ্দিন, এ্যাডভোকেট মোঃ শাহ্ আলম ইকবাল, এ্যাডভোকেট জগলুল কবির, সুপ্রীম কোর্ট বারের সদস্য এ্যাডভোকেট শামিম সর্দার, এ্যাডভোকেট এনামুল হক এনাম, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ জিয়াউল হক চৌধুরী বাবু, যুগ্ম-সাধারন সম্পাদক এ্যাডভোকেট রবিউল আলম জুয়েল, রঞ্জিত সাহা রনি প্রমূখ।
বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ ঢাকা মহানগর উত্তরের সভাপতি আবু হানিফ সরকারের সভাপতিত্বে ও ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি মেফতাহুর রহমান তায়েফ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সহ-সভাপতি এইউজেড আব্দুস সবুর, সাংগঠনিক সম্পাদক শরিফ আজাদ আকবর লিমন, চৌধুরী তানভীর আহম্মেদ, রায়হান খন্দকার, আজম আলী, সোহাকুল ইসলাম রনি, দপ্তর সম্পাদক জাকারিয়া হাবিব, উপ-দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী সরকার, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন স্বপন, উপ-গন-যোগাযোগ সম্পাদক মোঃ হাসান ইমাম মাসুম, সহ-সম্পাদক বাবলু মোল্লা, ইমন শিকদার, চৌধুরী ব্রেলভীর আহম্মেদ সহ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, ঢাকা মহানগর উত্তর, দক্ষিন সহ বিভিন্ন ইউনিটের অন্যান্য নেতৃবৃন্দ।