সোমবার, ১৯ এপ্রিল ২০২১, ১২:২৪ পূর্বাহ্ন
এর আগে ২০১৩ সালে নিজ দেশে শেষবারের মতো বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ম্যাচে জয়ের মুখ দেখেছিল জিম্বাবুয়ে। বুলাওয়ের সেই ম্যাচের পর অন্য ফরম্যাটে কিছু ম্যাচ জিতলেও ওয়ানডেতে টাইগারদের আর হারাতে পারেনি তারা।
এবার বাংলাদেশ সফরে এসে পরাজয়ের এই রেকর্ড ভাঙার ব্যাপারে আত্মবিশ্বাসী সফরকারীরা। জিম্বাবুয়ের নব নিযুক্ত ওয়ানডে অধিনায়ক চামু চিবাবা বলেন, ‘এখানে (সিলেটে) আমরা টেস্ট জিতেছি। পরিবেশও ভাল। আমরা মানিয়ে নিয়েছি, যা ওয়ানডে সিরিজের আগে আমাদেরকে অনুপ্রাণিত করছে। বাংলাদেশের বিপক্ষে আমাদের অতীত রেকর্ড খুব একটা সুখকর নয়। তবে এবার আমরা সেটির পরিবর্তন ঘটাতে মরিয়া। এটি আমাদের জন্য দারুন সুযোগ।’
বাংলাদেশ অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা বলেছেন, পিচে এই মুহুর্তে যথেষ্ট ঘাস রয়েছে তবে এগুলো কেটে ফেলা হবে। অন্যদিকে অতিথি দলনেতা চিবাবা মনে করেন পিচ হবে স্পিন সহায়ক। তবে স্পিনাররা তাদেরকে খুব বেশী অসুবিধায় ফেলতে পারবেন না উল্লেখ করে তিনি বলেন, তারা স্পিন মোকাবেলার দক্ষতা অর্জন করেছেন।
শনিবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে চিবাবা বলেন, ‘আমরা বলেছি বাংলাদেশ দলের বিপক্ষে আমাদের প্রত্যাশার কথা। আমরা যখনই এখানে এসেছি তখনই এখানকার অনেক স্পিনারের মোকাবেলা করতে হয়েছে। বাংলাদেশী স্পিনারদের কিভাবে মোকাবেলা করতে হবে সেটি নিয়ে আমরা অনেক কাজ করেছি। আমরা আমাদের দক্ষতারও উন্নয়ন ঘটিয়েছি।’
নেতৃত্ব দিয়ে বাংলাদেশের বিপক্ষে অতীত ওয়ানডে রেকর্ডের পরিবর্তন ঘটিয়ে এবারের সফরকে স্মরনীয় করার প্রত্যয় জানিয়েছেন চামু চিবাবা। তিনি বলেন, ‘দলের অধিনায়কের দায়িত্ব পেয়ে আমি সম্মানিত বোধ করছি। আমরা বিগত কয়েক বছর ধরে বাংলাদেশের বিপক্ষে নিয়মিত ম্যাচ খেলে আসছি। তবে ওই সময় নিজেদের সেরাটা খেলতে পারিনি। তবে এবার আসলেই আমরা পরিবর্তন চাই। ড্রেসিং রুমে ছেলেদের মানসিকতার পরিবর্তন দেখেছি। তারা নিয়তির পরিবর্তন ঘটাতে চায়। আমি মনে করি এই কন্ডিশনে আমরা জয় পাবার যোগ্যতা রাখি। প্রস্তুতিও ভাল হয়েছে। ছেলেরা চুপচাপ এবং নির্ভার থেকে প্রচুর শক্তি সঞ্চয় করেছে।’