সোমবার, ১২ এপ্রিল ২০২১, ০৬:৫৭ পূর্বাহ্ন
নিহত মো. জমির দপ্তিয়র ইউপির ধুনাইল গ্রামের আবজাল আলীর ছেলে।
দপ্তিয়ার ইউপির চেয়ারম্যান এম ফিরোজ সিদ্দিকী বলেন, ওই ট্রলিটি ভাদ্রা থেকে দপ্তিয়ারের দিকে যাওয়ার পথে ধুনাইল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই হেলপারের মৃত্যু হয়।