শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০৯:০১ অপরাহ্ন
বেলাল আজাদ, কক্সবাজার জেলা প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে পুলিশ ও বিজিবির সাথে পৃথক ‘কথিত’ বন্দুকযুদ্ধে ২ ইয়াবা ব্যবসায়ী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ২০ অক্টোবর গভীর রাতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
সূত্র জানায়, ১৯ অক্টোবর দিবাগত রাতে মাদক কারবারে জড়িত টেকনাফ সদর ইউপির ৬ নং ওয়ার্ডের ডেইল পাড়া এলাকার সালেহ আহামদের পুত্র চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী মোঃ আজিজ(২৩) কে আটক করে পুলিশ।
আটক আসামী মোঃ আজিজ কে জিজ্ঞাসা সে টেকনাফ সদর ইউনিয়ন মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন মহেশখালীয়া পাড়া নৌ-ঘাট এলাকায়, গোপন স্থানে মাদক ও অস্ত্র লুকিয়ে রাখার কথা স্বীকার করে। তার স্বীকারোক্তি মতে ২০ অক্টোবর গভীর রাত দেড়টার দিকে, তার দেওয়া তথ্য মতে মাদক ও অস্ত্র উদ্ধার করতে পুলিশের একটি দল অভিযানে গেলে। উৎপেতে থাকা মাদক কারবারে জড়িত অপরাধীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ী গুলি বর্ষণ করতে থাকে
পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের গোলাগুলিতে এসআই কামরুজ্জামান,এএসআই মিশকাত উদ্দিন,কনেস্টেবল রুমান দাশ গুরুতর আহত হয় এবং গুলিবিদ্ধ হয় আটক মাদক কারবারী আজিজ। এরপর পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, মাদক কারবারী আজিজ দীর্ঘদিন ধরে মাদক ব্যাবসার সাথে জড়িত রয়েছে। পুলিশ তাকে আটকের পর টেকনাফ সদর ইউনিয়ন মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন মহেশখালীয়া পাড়া নৌ-ঘাট এলাকায়, গোপন স্থানে মাদক ও অস্ত্র লুকিয়ে রাখার কথা স্বীকার করে। তার স্বীকারোক্তি মতে ২০ অক্টোবর গভীর রাত দেড়টার দিকে, তার দেওয়া তথ্য মতে মাদক ও অস্ত্র উদ্ধার করতে পুলিশের একটি দল অভিযানে গেলে। উৎপেতে থাকা মাদক কারবারে জড়িত অপরাধীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ী গুলি বর্ষণ কালে আটক আসামী মোঃ আজিজুর গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এবং ঘটনাস্থল তল্লাশী করে দেশীয় তৈরী ১টি এলজি(অস্ত্র),৭রাউন্ড তাজা কার্তুজ,ও ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলেও ওসি জানায়।
অপরদিকে হ্নীলা কানজরপাড়া এলাকায় বিজিবির সাথে বন্দুকযুদ্ধে মধ্যম কানজরপাড়া এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে মো. রহিম উদ্দিন (৩৭) নামে অপর এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে বলেও সুত্রে জানা যায় ।