বেলাল আজাদ, কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের টেকনাফে ইয়াবা ব্যবসার সাথে সংশ্লিষ্টতা থাকার অভিযোগে ইয়াসিন আরফাত নামের কথিত এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশ।
জানা যায়, গত ১৪ ডিসেম্বর ভোর রাতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নুর হাফেজ ও সোহেল নিহতের ঘটনায় পুলিশ বাদী হয়ে করা মামলার এজাহারভুক্ত পলাতক আসামী ইয়াসিন আরাফাতের বিরুদ্ধে ইয়াবা ব্যবসার সাথে সংশ্লিষ্টতা থাকার অনেক অভিযোগ আছে। গ্রেপ্তারকৃত ইয়াসিন আরফাত সহ কয়েকজন সাংবাদিক পরিচয়দানকারীর বিরুদ্ধে ইয়াবা ব্যবসায় জড়িত থাকার ইতিমধ্যে প্রমাণ মিলেছে। যাদের বিরুদ্ধে মামলাও হয়েছে। ইয়াবা ব্যবসা নিরাপদ করতে ঢাল হিসেবে নিজেদের বিভিন্ন মাধ্যমের সাংবাদিক পরিচয় দিয়ে একটি চক্র ইয়াবা ব্যবসা করে যাচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে ও হচ্ছে ।
উল্লেখ্য, আটক ইয়াছিন আরাফাত টেকনাফ সাংবাদিক ইউনিটির নির্বাহী সদস্যের দায়িত্বে ছিলেন।