jahir
- ২৪ ফেব্রুয়ারী, ২০২১ / ৪৮ জন দেখেছেন
বেলাল আজাদ, কক্সবাজার:
কক্সবাজারের টেকনাফে র্যাবের সাথে বন্দুক যুদ্ধে ৩ রোহিঙ্গা সন্ত্রাসী নিহত হয়েছে, নাম নিহতরা প্রত্যেকেই চিহ্নিত ডাকাত ও দুর্ধর্ষ সন্ত্রাসী বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে বিদেশী পিস্তলসহ ৯ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারী) সন্ধ্যা পৌনে ৬টার টেকনাফের শালবন পাহাড় এলাকায় এই বন্দুক যুদ্ধের ঘটনাটি ঘটে।
জানা যায়, রোহিঙ্গা চরমপন্থী ও সন্ত্রাসী গ্রুপের প্রধান দুর্ধর্ষ সন্ত্রাসী ও ডাকাত সর্দার জহিরসহ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের একটি দল শালবন পাহাড়ী এলাকায় ডাকাতি সহ একটি সন্ত্রাসী গ্রুপ অপরাধ মূলক কার্যকলাপের উদ্দেশ্যে সংঘবদ্ধভাবে অবস্থান করার তথ্য পেয়ে র্যাবের একটি দল বেলা ৩টার দিকে ঘটনাস্থলে অভিযান যায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসী গ্রুপের সদস্যরা র্যাব কে লক্ষ্য করে গুলি চালায়। র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। দীর্ঘক্ষণ গোলাগুলির পর সন্ত্রাসী গ্রুপের সদস্যরা পিছু হটে গেলে ঘটনাস্থল ৩ জনের গুলিবিদ্ধ লাশ ও বিদেশী পিস্তলসহ ৯ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
র্যাব -১৫ এর অধিনায়ক (উইং কমান্ডার) আজিম আহমেদ বন্দুক যুদ্ধে ৩ জন রোহিঙ্গা সন্ত্রাসী নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।