সোমবার, ০৮ মার্চ ২০২১, ০৯:০১ অপরাহ্ন
ফলে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে হারে বাংলাদেশ। তাই ভারতের কাছে সিরিজ হার দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপে পথচলা শুরু হলো বাংলাদেশের।
হার দিয়ে সিরিজ শুরু হওয়ায় টেস্ট চ্যাম্পিয়নশীপের পয়েন্ট টেবিলে বাংলাদেশের অর্জন ‘শুন্য’ই থাকলো। অবশ্য বাংলাদেশের মত এখনো টেস্ট চ্যাম্পিয়নশীপে পয়েন্টের দেখা পায়নি ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান। দক্ষিণ আফ্রিকা ৩টি, ওয়েস্ট ইন্ডিজ ২টি ও পাকিস্তান ১টি টেস্ট খেলেছে।
টেস্ট চ্যাম্পিয়নশীপে ৭ ম্যাচে অংশ নিয়ে সবগুলো জিতে ৩৬০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ভারত। শুধুমাত্র টেবিলের শীর্ষেই নয়, অন্যান্য দলগুলোর সাথে ভারতের পয়েন্টের ব্যবধানও ব্যাপক পার্থক্য। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ১১৬। ইতোমধ্যে ৬টি টেস্ট খেলে ফেলেছে অজিরা।