শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ১০:৩১ পূর্বাহ্ন
রাজিউর রহমান জেহাদ রাজু, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত হয়। এ সপ্তাহ পালন উপলক্ষ্যে বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিস অফিসে পতাকা উত্তোলন ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল আলম সুমন, এছাড়া বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী, বালিয়াডাঙ্গী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি রাজিউর রহমান জেহাদ রাজু, ফায়ার ডিফেন্স এর কর্মীবৃন্দ। আলোচনা সভায় বক্তাবৃন্দ বলেন যে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর জরুরী নাম্বার সংরক্ষণ করে যে কোন বিপদের সংবাদ দেওয়ার জন্য অনুরোধ করেন।