শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ০৬:৩৪ অপরাহ্ন
রাজিউর রহমান জেহাদ রাজু, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: গতকাল মঙ্গলবার বিকাল ৩ ঘটিকায় বালিয়াডাঙ্গী উপজেলার ২নং চাড়োল ইউনিয়ন আওয়ামীলীগের ভোট প্রয়োগ সম্পন্ন হয়েছে। সর্বমোট ২৭০ জন ভোটার এ ভোটে অংশগ্রহণ করেন। প্রার্থীদের মধ্যে চেয়ারম্যান দিলীপ কুমার চ্যাটার্জী(বাবু) চেয়ার মার্কা, সাবেক সভাপতি আবুল হোসেন ছাতা মার্কা, সুরেশ চন্দ্র গরু গাড়ী মার্কা, এর মধ্যে দিলীপ কুমার চ্যাটার্জী(বাবু) ত্রি-বার্ষিক নির্বাচনে বিজয়ী হয়েছেন। সাধারণ সম্পাদক পদে রোকনুজ্জামান সাহেদী ঘোড়া মার্কা আবুল কালাম আজাদ মাছ মার্কা, শচীন্দ্র নাথ মোরগ মার্কা এই তিনজনের মধ্যে রোকনুজ্জামান সাহেদী বিজয়ী হয়েছেন। ভোট গ্রহণের সময় বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রবীর কুমার রায়, ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মাজহারুল ইসলাম সুজন, উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল সহ হাজার হাজার দর্শনার্থী, আওয়ামীলীগের কর্মীবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।