রবিবার, ০৭ মার্চ ২০২১, ১১:২৭ অপরাহ্ন
মাসুদ রানা লেমনঃ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি।। আজ (২৫ জানুয়ারি) সোমবার ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ১৬ পিচ ইয়াবা ট্যাবলেট, ০২ (দুই) বোতল ফেনসিডিল, ৮০ (আশি) গ্রাম গাঁজাসহ ০১জন গ্রেফতার। ঠাকুরগাঁও পুলিশ সুপার, মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় সিনিয়র সহকারি পুলিশ সুপার, রাণীশংকৈল সার্কেল ও অফিসার ইনচার্জ এর তত্বাবধানে রাণীশংকৈল থানাধীন ৪নং লেহেম্বা ইউপি এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করিয়া রাণীশংকৈল থানাধীন পদমপুর (উমরাডাঙ্গী) গ্রামস্থ ধৃত আসামী মোঃ করিমুল ইসলাম (৪০), পিতা-মৃত হাসমত আলী, সাং-পদমপুর (উমরাডাঙ্গী), থানা-রাণীশংকৈল, জেলা-ঠাকুরগাঁও, আসামীর বসতবাড়ীতে হাতে নাতে তাকে আটক করা হয় এবং তাহার হেফাজত হইতে ০১। ১৬ (ষোল) পিচ ইয়াবা ট্যাবলেট, ০২। ০২ (দুই) বোতল ফেনসিডিল, ০৩। ৮০ (আশি) গ্রাম গাঁজা ও ০৪। মাদক বিক্রয়ের নগদ ১০,৪৮০/- (দশ হাজার চারশত আশি) টাকা উদ্ধার করা হয়। বর্ণিত আসামীর বিরুদ্ধে রানীশংকৈল থানার মামলা নং-২১, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮, ৩৬(১) এর ১০(ক)/৩৬(১) এর ১৪(ক)/৩৬(১) এর ১৯(ক) রুজু করা হইয়াছে।