সোমবার, ০৮ মার্চ ২০২১, ১০:০৪ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ক্রিকেটে আসার আগেই আফ্রিদির ডাক কাহিনীর শুরু। প্রতিযোগিতামূলক ক্রিকেটে তিনি প্রথম শূন্য রানে আউট হন ১৯৯৫ সালে। সেবার পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের হয়ে কোনো রান না করে সাজঘরে ফিরেছিলেন। ক্যারিবীয় যুবাদের বিপক্ষে সে ইনিংসের পর আফ্রিদি আরো অসংখ্যবার সাজঘরে ফিরেছেন রানের খাতা খোলার আগেই।
প্রায় ২৪ বছরের খেলোয়াড়ি জীবনে ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে একেরপর এক ডাক মেরেছেন তিনি। এরই ধারাবাহিকতায় শততম ডাক মারলেন মিরপুরে, ঢাকা প্লাটুনের হয়ে খেলতে নেমে।
আন্তর্জাতিক ক্রিকেটে ৪৪বার শূন্য রানে আউট হয়েছেন আফ্রিদি। এরপর বিশ্বের যে প্রান্তেই খেলতে গিয়েছেন, কমপক্ষে একটি করে ইনিংসে শূন্য রানে আউট হয়েছেন। ক্রিকেট ক্যারিয়ারে খেলা সব ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেই ডাক মারার বিরল কীর্তি আছে তার। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাকে ডাকবাবা নামে ডেকে থাকেন।
‘ডাক’-এর সেঞ্চুরি করা আফ্রিদি কোথায় গিয়ে থামবেন কে জানে!