শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ১২:৫৫ পূর্বাহ্ন
গোপাল চন্দ্র রায়-ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ-নীলফামারীর ডোমারে ঘোড়দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বিকেলে ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের পুরাতন ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ঘোড়দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ। আলহাজ্ব আব্দুল্লা হেল কাফির সভাপতিত্বে উপস্থিত ছিলেন-ডোমার উপজেলা নির্বাহী অফিসার উম্মে ফাতিমা,সহকারী কমিশনার(ভূমি) মনোয়ার হোসেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার জিয়াউর রহমান,ডোমার পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ময়নুল হক,নীলফামারী জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মেহেরুন আক্তার পলিন, ওসি(তদন্ত)বিশ্বদেব রায়,কৃষকলীগের সভাপতি হাবিবুল হক দুলাল,হরিনচড়া ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম,বামুনিয়া ইউপি চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান বুলেট প্রমূখ।প্রতিযোগীতায় নীলফামারী,রংপুর,নওগা,দিনাজপুর,ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার ৪০জন ঘোড়াসোয়ারী অংশ নেয়।শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন অতিথিবৃন্দ।ঘোড়দৌড় দেখতে বিভিন্ন এলাকা থেকে আগত হাজার হাজার লোকের সমাগম ঘটে।