শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ০৭:০৬ অপরাহ্ন
গোপাল চন্দ্র রায়-ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে স্কুল ছাত্রীকে ইফটিজিংয়ের দায়ে আশিকুর রহমান(১৯) নামের এক যুবকের এক মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
রোববার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক উম্মে ফাতিমা এই কারাদন্ডাদেশ দেন। দুপুরে ডোমার বাসষ্ট্যান্ড এলাকায় ডোমার বালিকা বিদ্যা নিকেতনের নবম শ্রেনীর এক ছাত্রীকে ইফটিজিং করার সময় এলাকার লোকজন আশিকুর রহমানকে আটক করে পুলিশে দেয়।পরে তাকে ভ্রাম্যমান আদালত বসিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক উম্মে ফাতিমা এক মাসের কারাদন্ডাদেশ প্রদান করেন। আশিকুর রহমান ডোমার পৌরসভার ৬নং ওয়ার্ডের ইসমাইল হোসেনের ছেলে।