রবিবার, ০৭ মার্চ ২০২১, ০৬:২৭ পূর্বাহ্ন
গোপাল চন্দ্র রায়-ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ-নীলফামারীর ডোমারে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০১৯ পালিত হয়েছে।
দিবসটি পালনে বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগীতায় উপজেলা পরিষদ ক্যাম্পাস থেকে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার উম্মে ফাতিমার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ। বক্তব্য রাখেন, অফিসার ইনচার্জ(ওসি)মোস্তাফিজার রহমান,পৌর প্যানেল মেয়র এনায়েত হোসেন নয়ন, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ প্রমূখ।