মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ০৪:১৫ পূর্বাহ্ন
গোপাল চন্দ্র রায়-ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ-নীলফামারীর ডোমারে বাল্য বিবাহ,জন্ম নিবন্ধন ও নারী সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক ও সামাজিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার(১২ডিসেম্বর) বিকালে ইন্ডিং চাইল্ড ম্যারেজ থ্রো এ্যাডলেন্স ইমপাওয়ারমেন্ট প্রকল্পের আয়োজনে এবং ইউনিসেফের সহযোগীতায় জোড়াবাড়ী ফেডারেশন মাঠে অনুষ্ঠিত উঠান বৈঠক ও সামাজিক আলোচনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জোড়াবাড়ী ইউনিয়ন ফেডারেশন সভাপতি আসাদুজ্জামান আসাদ।
জোড়াবাড়ী ইউপির ৪,৫,৬নং ওয়ার্ডের মহিলা মেম্বার রিনা আফরোজের সভাপতিত্বে এবং ইউনিয়ন ফেসিলেটর মহুবার রহমান মাহাবুবের সঞ্চালনায় বক্তব্য রাখেন জোড়াবাড়ী ইউপির সংরক্ষিক মহিলা মেম্বার রুনা আকতার লায়লা,সমাজ সেবক মমিনুর রহমান,ইউনিয়ন সমন্বয়কারী গোলাম মোস্তফা, ঠাকুর প্রসাদ রায় প্রমূখ। এ ছাড়াও কিশোর কিশোরী ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। শেষে চন্দ্রিকা নাট্যদলের পরিবেশনায় গন নাটক “ভালো হই” মঞ্চস্থ হয়।