মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ০৪:১৩ অপরাহ্ন
গোপাল চন্দ্র রায়-ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ পেঁয়াজের মত লবনের দামও বাড়বে এই গুজবে নীলফামারীর ডোমার উপজেলার হাট-বাজারে লবন কেনার হিরিক পড়েছে। একেক জন ৫কেজি থেকে শুরু করে ৩০কেজি পর্যন্ত লবন কিনছেন সাধারন মানুষজন। এ সুযোগে কিছু দোকানদার অতিরিক্ত মূল্যে লবন বিক্রি করে। এ ঘটনায় ডোমার উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৫জনকে আটক করে জরিমানা আদায় করা হযেছে।গুজবে কান না দিতে জনসাধারনকে সতর্ক করে মাইকিং করে প্রশাসন।
মঙ্গলবার দুপুরের পর থেকে সাধারন মানুষের মাঝে লবন কেনার হিড়িক দেখা গেছে। বিকেলে শহরের বিভিন্ন দোকানে গিয়ে দেখা গেছে সাধারণ মানুষজন হুড়াহুড়ি করে দোকান থেকে শুধু লবনেই কিনছেন। নিমিশেই শেষ হয়ে যায় বাজারের কয়েকটি দোকানের লবন। তবে দোকানদাররা আগের দামেই লবন বিক্রী করছেন। কয়েকজন লবন ক্রেতা জানান লোকজন বলাবলী করছে দু’একদিনের মধ্যে পেঁয়াজের মতো লবনের দামও বাড়বে এই শুনে লবন কিনতে এসেছি। ছোটরাউতা এলাকার এক গৃহবধূ গুজব শুনে প্রতিবেশির কাছ থেকে টাকা ধার করে ৫ কেজি লবন কিনেছেন।বাজারের অনেক দোকানদার জানান মঙ্গলবার দুপুরের পর নিমিশেই তাদের দোকানের সব লবন বিক্রী হয়ে যায়। বিভিন্ন সূত্র জানায় এই গুজবে জেলায় কয়েক হাজার মন লবন বিক্রি হয়েছে। এ সুযোগে কয়েক দোকানদার অতিরিক্ত মূল্যে লবন বিক্রি করে। অতিরিক্ত মূল্যে লবন বিক্রি করায় পুলিশ ৫জন দোকানদারকে আটক করে। এরা হলেন-আনোয়ার হোসেন(৫৫),মঙ্গল মালাকার(৫০),চঞ্চল কর্মকার(১৯),রুবেল ইসলাম(৪৫) ও আজগার আলী(৪৮) তাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২২হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেয়া হয়। গুজবে কান না দিতে প্রশাসন,পৌরসভা,ভোক্তা অধিকার অধিদপ্তর এবং তথ্য অধিদপ্তর থেকে প্রেসনোটসহ শহরে মাইকিং করা হয়েছে। দেশে পেঁয়াজের মুল্য বৃদ্ধির কারনে সাধারন মানুষের মাঝে মুল্যবৃদ্ধি আতংক বিরাজ করছে বলে জানান একাধিক লবন ক্রেতা। তবে জেলায় পর্যাপ্ত লবন মজুদ রয়েছে এবং মূল্য বৃদ্ধির কোন কারন নেই বলে জানান প্রশাসন।