বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১, ০৮:২৩ অপরাহ্ন
গোপাল চন্দ্র রায়-ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ-নীলফামারীর ডোমারে এডিবি’র অর্থায়নে সেলাই মেশিন, ক্রিকেট সেট ও ফুটবল বিতরন করা হয়েছে।
আজ সোমবার(৪নভেম্বর)দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-নীলফামারী-১(ডোমার-ডিমলা)আসনের জাতীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার। উপজেলা নির্বাহী অফিসার উম্মে ফাতিমার সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন-ডোমার থানার অফিসার ইনচার্জ(ওসি) মোস্তাফিজার রহমান,উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার,বেগম রৌশন কানিজ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার জিয়াউর রহমান,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমির হোসেন প্রমূখ।এডিবি’র অর্থায়নে উপজেলার ১০টি ইউনিয়নে আত্বকর্মসংস্থানের লক্ষে ২২জন দরিদ্র মহিলাকে একটি করে সেলাই মেশিন ও ১০ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের হাতে এক সেট করে ক্রিকেট খেলার সামগ্রী এবং ৫টি করে ফুটবল বিতরন করা হয়।