বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১, ০৬:৫০ অপরাহ্ন
ঢাকার সাংবাদিকদের পঁচিশ বছরের একটি স্বপ্নের বাস্তবায়ন হলো আজ। আর এই স্বপ্নের বাস্তবায়ন করলেন মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। স্বপ্নটি ছিল ঢাকা রিপোর্টার্স ইউনিটির একটি নিজস্ব স্থায়ী ভবন। দৃষ্টিনন্দন এই ভবনটি সম্পূর্ণ নিজ উদ্যোগে নসরুল হামিদ বিপু করে দিয়েছেন। ফেসবুক থেকে
আজ ছিল বহু কাংখিত এই ভবনটির উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানের বিশেষ অতিথি তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তিনি মিলনায়তন ভবনটি শীতাতপ নিয়ন্ত্রিত করা এবং সাংবাদিকদের জন্য আধুনিক একটি ডিজিটাল কম্পিউটার ল্যাব করে দেয়ার ঘোষণা দিলেন।
আমি অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলাম এই কৃতিত্বের একজন ভাগিদার হিসাবে, কারন এই কর্মযজ্ঞ সম্পাদনের জন্য মাননীয় মন্ত্রী ও সাংবাদিকদের মধ্যে ব্রিজ হিসাবে কাজ করেছিলাম।বিপু ভাই কাজ করেন অনেক, কিন্তু কৃতিত্ব নিতে চান না। জাতীয় প্রেসক্লাবের আধুনিকায়ন তিনি নিজ উদ্যোগে করে দিয়েছেন, যা অনেকেই জানেন না। তাঁর তীব্র আপত্তি সত্ত্বেও অডিটোরিয়ামটির নাম “ নসরুল হামিদ অডিটোরিয়াম” করেছি। ইতিহাসের স্বাক্ষী হয়ে রইলো ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক ও বর্তমান কমিটি (Syed Shukur Ali Shuvo &Kabir Ahmed Khan)।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন সাংবাদিক ও মিডিয়া বান্ধব, তার সিপাহসালার‘রাও এই রকমই মিডিয়াবান্ধব হোক এই প্রত্যাশা।