শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ১২:২৫ অপরাহ্ন
চাপে পড়া বাংলাদেশকে যেনো টেনে তুলছেন তরুণ তুর্কি নাঈম শেখ। মোহাম্মদ মিঠুনকে সঙ্গে নিয়ে দারুণ জুটি গড়ার পথে ক্যারিয়ারে প্রথম অর্ধশতকের দেখা পেয়েছেন। মাত্র তৃতীয় ম্যাচে এসেই ফিফটি করলেন নাঈম। ভারতের ১৭৪ রানের জবাবে ব্যাট করছে বাংলাদেশ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভারে ২ উইকেট হারিয়ে ১০ ৬রান তুলেঠে টাইগাররা। নাঈম শেখ ৭০ ও মিঠুন ২৬ রানে ক্রিজে আছেন। এই জুটি থেকে ইতিমধ্যে ৯৪ রান এসেছে। জয়ের জন্য ৪৮ বলে আর ৬৯ রান করতে হবে বাংলাদেশকে। নাঈম মাত্র ৩৯ বলে ৭০ রান করেছেন।
র আগে টস হেরে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭৪ রান তোলে স্বাগতিক ভারত। লোকেশ রাহুল ৩৫ বলে ৫২ এবং শ্রেয়াষ আয়ার ৩৩ বলে ৬২ রান করেন। এছাড়া শিখর ধাওয়ান ১৯ ও মনীষ পান্ডে ২২ রানে অপরাজিত থাকেন।
বাংলাদেশের হয়ে শফিউল ও সৌম্য ২টি করে এবং আল আমিন একটি উইকেট নেন।