বুধবার, ১৪ এপ্রিল ২০২১, ০৭:০৭ পূর্বাহ্ন
তানোর(রাজশাহী)প্রতিনিধি
রাজশাহীর তানোরের মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের বহিস্কৃত নেতা, মুন্ডুমালা মহিলা কলেজের নৈশপ্রহরী ও পৌরসভার নবনির্বাচিত মেয়র সাইদুর রহমান ও তানোর পৌর মেয়র ইমরুল হককে সংবর্ধনা দেয়া হয়েছে। তবে সংবর্ধনা নিয়ে জনমনে মিশ্রপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। জানা গেছে, ২৩ ফেব্রুয়ারী মঙ্গলবার মুন্ডুমালা সরকারী হাইস্কুল চত্ত্বরে অরাজনৈতিক সংগঠন উদভট কমিটির আয়োজনে এই সংবর্ধনার দেয়া হয়।
উদভট কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক বেনজীর আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো।
অনুষ্ঠান শুরুতে মুন্ডুমালা পৌরসভার নবনির্বাচিত মেয়র সাইদুর রহমান ও তানোর পৌর সভার মেয়র ইমরুল হককে মালা পড়িয়ে বরণ করা হয়। এছাড়াও নবনির্বাচিত কয়েক জন কাউন্সিলর ও সংরক্ষিত নারী সদস্যদের বরণ করা হয়।
উদভট কমিটির সদস্য মজিবুর রহমানের সঞ্চলনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলমা ইউপির (সাবেক) প্যানেল চেয়ারম্যান শরিফুল ইসলাম, আলহাজ হেলাল উদ্দিন, আব্দুল লতিব, ওয়ার্ড কাউন্সিলর আতাউর রহমান, আতাউর রহমান বাললু, মিজানুর রহমান বুলবুল, আতিকুর রহমান ও হাবিবুর রহমান প্রমুখ।এদিকে গত ২০ ফেব্রুয়ারী পাঁচন্দর ইউপির দুবইল স্কুল মাঠে এলাকাবাসির ব্যানারে জমকালো আয়োজনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানী ও সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এই দুই মেয়রকে সংবর্ধনা দিয়েছিল তবে এদিন তারা না থাকায় জনমনে এসব ক্রিয়া-প্রতিক্রিয়ার সুত্রপাত হয়েছে। আবার কেউ কেউ বলছে, চেয়ারে বসার আগেই সাইদুর-রাব্বানী মতবিরোধ চরমে উঠেছে। এছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষা নগরী মুন্ডুমালার বিশিস্ট ব্যক্তি বর্গের তেমন কোনো উপস্থিতি না থাকায় জনমনে নানা মুখরুচোক গুন্জনের সৃস্টি হয়েছে।