রবিবার, ০৭ মার্চ ২০২১, ০৮:৪৬ পূর্বাহ্ন
তানোর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর তানোরের মুন্ডুমালা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়েছে। জানা গেছে, চলতি বছরের ১৬ অক্টোবর বুধবার সন্ধ্যায় মুন্ডুমালা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড জৌতগরীব দীঘি পাড়ে এই দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়। এদিকে দলীয় কার্যালয় উদ্বোধন উপলক্ষে সূধী সমাবেশ আয়োজন করা হয় ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা, পৌর যুবলীগের সভাপতি ও কাউন্সিলর মোস্তাফিজুর রহমান, বাধাইড় ইউপি সদস্য মুকুল হোসেন, যুবলীগ নেতা আহম্মেদ সিজার, আরিফ রায়হান তপন, শামীম আহম্মেদ সাহেব ও আব্দুর রাজ্জাক প্রমূখ। এছাড়াও এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।