মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১, ০৪:২৩ অপরাহ্ন
তানোর(রাজশাহী)প্রতিনিধি
রাজশাহীর তানোরে রোগীর স্বজনের সতীত্ব হরণের অভিযোগে গ্রামবাসী এক কথিত কবিরাজকে গণপিটুনি দিয়েছে। গণপিটুনির শিকার কবিরাজের নাম জার্জিস মন্ডল তিনি চাঁন্দুড়িয়া উপরপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র। গত ২০ ফেব্রুয়ারী শনিবার রহনপুর এলাকায় এই ঘটনা ঘটে এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃস্টি হয়েছে। জানা গেছে, চাঁপাইনবাবগন্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর এলাকার এক গৃহবধু তার শাশুড়ির চিকিৎসা করাতে কবিরাজ জার্জিসকে নিয়ে যায়। তার স্বামীকে আদা ও খাঁটি সরিষার তেল নিয়ে আশার কথা বলে পাশ্বের বাজারে পাঠিয়ে ওই গৃহবধুকে গুপ্তধনের লোভ দেখিয়ে ধর্ষণ করে কবিরাজ জার্জিস। কিন্ত্ত গুপ্তধনের সন্ধান না পাওয়ায় ওই গৃহবধু ঘটনা তার পরিবারকে জানিয়ে দেন।এদিকে এ ঘটনা জানার পরে কৌশলে কবিরাজ জার্জিসকে ডেকে নিয়ে গণপিটুনি দিয়ে আটকে রাখে। ঘটনা জানার পর চাঁন্দুড়িয়া ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান জিম্মাদার হয়ে গোমস্তাপুর থানা পুলিশের মাধ্যমে জার্জিসকে নিয়ে এসেছেন। এবিষয়ে জানতে চাইলে কবিরাজ জার্জিস অভিযোগ অস্বীকার করে বলেন, তাকে পরিকল্পিত ভাবে ডেকে নিয়ে মারপিট করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তার লেখাপড়া জানা নাই, তিনি তার বাবার কাছে থেকে চিকিৎসা করা শিখেছেন, তবে# স্বাস্থ্য বিভাগের কোনো অনুমোদন নাই বলে তিনি শিকার করেছেন। তানোর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডা, রোজীআরা বলেন, স্বাস্থ্য বিভাগের অনুমোদন ব্যতিত মানবদেহের চিকিৎসা করার কোনো সুযোগ নাই।#