মঙ্গলবার, ০৯ মার্চ ২০২১, ১২:২৮ অপরাহ্ন
তানোর (রাজশাহী) প্রতিনিথি
রাজশাহীর তানোরের পাঁচন্দর ইউপির চকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক জেসমিন-এর বিরুদ্ধে ফের শিক্ষার্থীদের শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। স্কুলে কোমলমতি শিক্ষার্থীদের বেত্রাঘাত এখন নিয়মিত ঘটনা। এদিকে শিক্ষার্থীদের প্রতিনিয়ত শারীরিক নির্যাতনের ঘটনায় স্কুলে শিক্ষার্থীর সংখ্যা প্রতিনিয়ত হ্রাস পাচ্ছে ভয়ে শিশুরা স্কুলে আসছে না। এ ঘটনায় অভিভাবক মহলে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে তারা প্রধান শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেছে।
স্থানীয় অভিভাবকগণ জানান, চলতি বছরের ১৭ অক্টোবর বৃহ¯প্রতিবার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জেসমিন স্কুলের শিশু শ্রেণীর শিক্ষার্থী তামান্নাকে বেত্রাঘাত করে এক পর্যায়ে তামান্না অচেতন হয়ে পড়ে এই অবস্থায় তাকে উদ্ধার করে বাড়ি পাঠানো হয়। শিশু তামান্নার শরীরের বিভিন্ন স্থানে বেত্রাঘাতের কালো ও লালচে দাগ দেখা যায়। এছাড়াও ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী সুইটকে বেত্রাঘাত করে জখম করা হয়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নির্যাতনের ভয়ে শিশুরা আর স্কুলে আসছে না। এতে অভিভাবক মহলে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে। অভিভাবক সেলিম, তমেজ ও আব্দুল হান্নান বলেন, দীর্ঘদিন ধরে এখানে শিক্ষার্থীদের ওপর নির্যাতন করা হচ্ছে বিষয়টি সভাপতিকে বলার পরেও কোনো সুরাহা হয়নি, আমরা এলাকাবাসী এর সুরাহা চাই। এবিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জেসমিন অভিযোগ অস্বীকার করে বলেন, তারা বেয়াদবী করায় তাদের মৃদু মারপিট করা হয়েছে মাত্র। এবিষয়ে সভাপতি নাজমুন নাহার বলেন, ওই শিক্ষককে সতর্ক করে দেয়া হয়েছে আর এটা তেমন কোনো ঘটনা নয় তাদের মৃদৃ মারপিট করা হয়েছে। এবিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জোবাইদা খানম বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ওপর শারীরিক বা মানষিক নির্যাতনের কোনো সুযোগ নাই। তিনি বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ী শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তানোর প্রতিনিধি