শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ১০:২৫ পূর্বাহ্ন
তানোর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর তানোরের তালন্দ ইউপির চাপড়া-কালনা রাস্তার প্রায় ১২০০ মিটার রাস্তা নির্মাণে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে নির্মাণ কাজে নানা অনিয়ম ও নিম্নমাণের নির্মাণ সামগ্রী ব্যবহার করার অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, নিম্নমাণের বেড করা হয়নি প্রয়োজনীয় রোলার। এছাড়াও স্কুল মাঠ দখল করে নির্মাণ সামগ্রী রেখে পিচ গলানোর কাজ করা হচ্ছে। মাঠের উত্তর দিকে চাপড়া উচ্চ ও প্রাথমিক বিদ্যালয়,পূর্বদিকে মহিলা কলেজ, দক্ষিন দিকে কৃষি কলেজ-এতিমখানা দাখিল মাদরাসা ও মসজিদ এবং পশ্চিম দিকে জনবসতি। আর পিচ গলাতে জ্বালানী হিসেবে ব্যবহার করা হচ্ছে জুতা-স্যান্ডেল ও টায়ার এতে বিষাক্ত ধোঁয়া ও ধূলাবালীতে পরিবেশ দূষিত হয়ে পড়েছে। ফলে কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম মারাতœকভাবে ব্যাহত হচ্ছে। আবার একটি পুকুর পাড়ে প্রটেকশান ওয়াল নির্মাণে উচ্চতা ঠিক রাখা হয়নি। তবে বার বার যোগাযোগের চেস্টা করা হলেও ঠিকাদারী প্রতিষ্ঠানের দায়িত্বশীল কেউ কোনো বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেছে। স্থানীয়রা জানান, সরেজমিন অনুসন্ধান করলেই এই রাস্তা নির্মাণে ভয়াবহ অনিয়ম ও দূর্নীতির সত্যতা পাওয়া যাবে। তাই তারা অনুসন্ধান র্প্বূক যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
এবিষয়ে জানতে চাইলে উপজেলা এলজিইডি প্রকৌশলী আব্দুল্লাহ আল-মামুন বলেন, অনিয়মের কারণে তিনি কাজ বন্ধ করে দিয়েছিলেন,তবে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ঠিকাদার আবার কাজ শুরু করেছে। এব্যাপারে ঠিকাদার এমদাদ এসব অভিযোগ অস্বীকার করে বলেন, কোনো অনিয়ম হয়নি,আর এই কাজ করতে গিয়ে লাভ তো দুরের কথা তার অনেক লোকসান হচ্ছে।