শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ১২:২৭ পূর্বাহ্ন
বরিশাল ব্যুরো \ কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনিবাহী কমিটির সিনিয়র সদস্য মন্ত্রী আলহাজ¦ আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি বলেছেন, দলের দুঃসময়ের ত্যাগী ও নির্যাতিত নেতাদের হাতেই উপজেলা আওয়ামী লীগের নেতৃত্ব তুলে দেয়া হবে।
তিনি আরও বলেন, অনুপ্রবেশকারীদের বাদ দিয়ে একটি গ্রহণযোগ্য কমিটির মাধ্যমেই আওয়ামী লীগ সরকারের চলমান উন্নয়নের ধারাবাহিকতায় বাংলাদেশ দ্রুতই উন্নত রাষ্ট্রে পরিনত হবে।
বৃহস্পতিবার বেলা এগারোটায় জেলার বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আবুল হাসানাত আব্দুল্লাহ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল অঞ্চলের উন্নয়নের জন্য ইতোমধ্যে ব্যাপক প্রকল্প বাস্তবায়ন করেছেন। আরও অসংখ্য উন্নয়নমূলকাজের প্রকল্প হাতে নিয়েছেন। বরিশাল বিমান বন্দরকে আধুনিকায়নের কাজ চলছে। প্রধানমন্ত্রীর এসব প্রকল্প বাস্তবায়নের পর উন্নয়নে বরিশাল হবে সিঙ্গাপুরের মতো শহর।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরদার খালেদ হোসেন স্বপনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, বরিশাল-২ আসনের সাংসদ মোঃ শাহে আলম, সাবেক সচিব সিরাজ উদ্দিন আহম্মেদ, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ প্রমুখ।