মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১, ০৪:২১ পূর্বাহ্ন
প্রতিদিন শতশত অসহায় কর্মহীন মানুষের নিকট খাদ্য সামগ্রী দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। স্হানীয় এমপি হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানীর নির্দেশের পাশাপাশি হাসান মাহমুদ তার ব্যক্তিগত উদোগে এলাকার শতভাগ দরিদ্র মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
করোনা ভাইরাস সংক্রমণের কারণে ঘরবন্দী অসহায় নারী পুরুষ সহ কর্মহীন অনেকেই বর্তমান সময়ে মানবেতর ভাবে জীবন যাপন করছে অথচ লোক লজ্জায় লাইনে দাঁড়িয়ে খাদ্য সামগ্রী নিতে পারছেন না তাদের জন্য বিশেষ খাদ্য সহায়তা সেবা চালু করা হয়েছে।
হট লাইনে ফোন করলেই খাবার সামগ্রী পৌঁছে দেওয়া হয়। উপজেলা ছাত্র লীগের সভাপতি হাসান মাহমুদের নেতৃত্ব ছাত্র লীগের নেতা কর্মীরা এলাকার কৃষকদের জমিতে পাকা বোরো ধান কেটে দেওয়া সহ নানা ধরনের সহায়তা করার জন্য মাঠে নেমেছেন। ত্রিশাল উপজেলা ছাত্র লীগের সভাপতি হাসান মাহমুদ বলেন, সংসদ সদস্য হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানীর নির্দেশ আমরা কাজ করছি। করোনা ভাইরাস পরিস্থিতি শান্ত না হলে আমাদের খাদ্য বিতরণ অব্যাহত থাকবে এবং হতদরিদ্র অসহায় মানুষের পাশে থাকবো।