মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১, ১২:০২ পূর্বাহ্ন
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃমোঃ রেজওয়ান আলী-দিনাজপুরের বিরামপুর উপজেলার প্রাণ কেন্দ্র উপজেলা প্রাঙ্গনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিব বর্ষ উৎযাপন করা হয়। শ্রদ্ধা নিবেদন,কেক কর্তন ও দোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে জাতির জনক
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করা হয়েছে।
মঙ্গলবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যূরালে পুস্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে জন্মশতবার্ষিকীর কর্মসূচি সূচনা করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক,এম,পি,। ক্রমান্বয়ে সরকার পন্থী বিভিন্ন দলের সদস্য/সদস্যারা বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন,মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আ.লীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ,
উপজেলা কলেজিয়েট উচ্চ বিদ্যালয় চত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন সংসদ সদস্য শিবলী সাদিক,এম,পি,। ধারাবাহিকতার সূএ ধরে
প্রধান অতিথি শিবলী সাদিক উপজেলার ঢাকা মোড়ে অবস্থিত দারুস সুন্নাহ সেরাতুল কোরআন হাফেজিয়া কাওমী মাদ্রাসায় যান ও সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নিজ হাতে মাদ্রাসার ছাত্রদের মিস্টি খাওয়ান,শেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম রাজু, ইউএনও তৌহিদুর রহমান,পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল, সার্কেল এ এসপি মিথুন সরকার,ওসি মনিরুজ্জামান, ভাইস-চেয়ারম্যান মেজবাউল ইসলাম, উপজেলা আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ প্রমুখগণ তথায় ছিলেন।