রবিবার, ০৭ মার্চ ২০২১, ০৯:৩১ পূর্বাহ্ন
বিরামপুর থেকে মোঃ রেজওয়ান আলী-
বাংলাদেশ আওয়ামী লীগ দিনাজপুর জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনের প্রস্তুতি উপলক্ষে জেলা আওয়ামী লীগের আয়োজনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ অক্টোবর) দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমির হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান এমপি। সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক ও সাংগঠনিক সম্পাদক ও নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।
বর্ধিত সভায় বিশেষভাবে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
এছাড়া অতিথিদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরন্জনশীল গোপাল এমপি, দিনাজপুর -৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক এমপি এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এডভোকেট জাকিয়া তাবাস্সুম জুঁই।