মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১, ০৫:২২ অপরাহ্ন
রেজওয়ান আলী,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুর বিরামপুরে উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন বিরামপুর শাখার উদ্যোগে ঈমাম ও মুয়াজ্জিনদের মধ্যে প্রণোদনার চেক বিতরণ করেন উপজেলা ইউএনও।
জানা যায় যে,২৯শে (নভেম্বর) ২০২০ ইং তারিখ রবিবার বেলা ১১ টায় উপজেলা কনফারেন্স কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা হয়ে থাকে।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল,মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু,জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুল লতিফ,দিনাজপুর সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি আকরাম হোসেন,প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মশিহুর রহমান, ইসলামিক ফাউন্ডেশন বিরামপুর শাখার ফিল্ড সুপার ভাইজার আবুল বাশার মো.শফিকুর রহমান,মডেল কেয়ারটেকার মাওলানা আনিছুর রহমান,পলিরামপুর গ্রামের মসজিদের ইমাম মাওলানা মাহবুবুর রহমান।
এসময় বক্তারা বলেন-একজন মসজিদের ইমাম সবচেয়ে সম্মানিত ব্যক্তি কিন্তু ইমাম মুয়াজ্জিনরা যে ভাতা পায় তা খুবই কম তবে পেশা সম্মানের। প্রতি শুক্রবার জুম্মার দিন মসজিদে খুতবার পাশাপাশি মানুষকে মহামারি করোনা সম্পর্কে সচেতন ও দিক নির্দেশনা প্রদান করে থাকেন। অনুষ্ঠানে ১৭ জন ইমাম মুয়াজ্জিনকে ২০১৯-২০২০ অর্থবছরের উপজেলার দুস্থ্য ব্যক্তিদের মাঝে কল্যাণ ট্রাস্টের সাহায্যের অর্থ ৫ হাজার টাকার চেক প্রদান করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা পরিমল কুমার সরকার।
এসময় ইমাম মুয়াজ্জিনরা কল্যাণ ট্রাস্টের চেক পেয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। এসময় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন,সাংবাদিকসহ প্রমূখ উপস্থিত ছিলেন।