মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১, ০৩:৩৬ পূর্বাহ্ন
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-মোঃ রেজওয়ান আলী-দিনাজপুর বিরামপুর উপজেলা অর্ন্তরালে
নতুন বাজার এলাকায় অবস্থিত সবজি বাজার শেখ রাশেল স্টেডিয়াম মাঠে স্থানান্তর করেছে উপজেলা প্রশাসন করোনাভাইরাসের সংক্রমণ রোধে করোনার প্রাদুর্ভাব রোধে সেখানে সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রেতাগণের
সবজি ক্রয়ের ব্যবস্থা করা হয়েছে। অদ্য ২রা মে ২০২০ ইং তারিখ শনিবার বেলা অনুমান ১০ঃ৩০ মিনিট সময় থেকে শুরু হওয়া আকাশের বৃষ্টিতে সবজি বাজারে বেশ কিছু পানি জমে যায়। তাতে করে বিড়ম্বনায় পড়তে হয় সবজি ক্রেতা ও বিক্রেতাদের। দিনের দুপুর বেলা শেখ রাসেল স্টেডিয়ামে পর্যবেক্ষণে দেখা যায়,
মাঠের বেশিভাগ স্থানই পানির জমা রয়েছে।
পানির মধ্যে দোকান দার
ব্যক্তিগণ সবজির উপর প্লাস্টিকের ছাউনি দিয়ে সবজির পসরা সাজিয়ে দাঁড়িয়ে থাকার দৃশ্য দেখা যায়। বেশ কিছু ক্রেতা মাথার ওপর ছাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। মাঠের সবদিকেই পানি নিষ্কাশনের জন্য রয়েছে ড্রেন,কিন্তু ড্রেনগুলো অপরিষ্কার থাকার কারণে পানি যেতে পারছেনা না সবজিক্রেতাগণ বলেন,করোনার সংক্রমণের কারণে আমাদের দোকান স্টেডিয়াম মাঠে স্হানান্তর করেছেন উপজেলা প্রশাসন।
কিন্তু এখানে ক্রেতারা সামাজিক দূরত্ব বজায় রেখে সবজি ক্রয় করলেও পানির কারণে আমাদের দোকানের এই অবস্থা। তারা আরও বলেন
আমাদের আর যাওয়ার জায়গা কোথায় এমনই মন্তব্য তাদের। স্টেডিয়ামের পাশে ড্রেনগুলো পরিষ্কার করে দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করলেই আমাদের এই সমস্যা হয় না।
জানতে চাওয়ায় বিরামপুর পৌর মেয়র আলহাজ লিয়াকত আলী সরকার
প্রতিবেদক কে বলেন,করোনাভাইরাসের প্রাদুর্ভাবে শেখ রাসেল স্টেডিয়াম মাঠে সবজি বাজার স্থানান্তরিত করা হয়। ড্রেনের অপরিষ্কারের কারণে মাঠে পানি জমে থাকে তবে দ্রুত ড্রেন পরিষ্কার করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে জানান।