মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ০৯:৫৭ পূর্বাহ্ন
দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী পতাকা উত্তোলন করেন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।
অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও নিহত পরিবারের সদস্য, জাতীয় চার নেতাসহ সব শহীদদের জন্য বিশেষ দোয়া প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানে বিখ্যাত মুক্তিযোদ্ধা, বাংলাদেশের বন্ধু, সাংবাদিক, কূটনীতিক, বাংলাদেশি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দিল্লির বিখ্যাত সাংস্কৃতিক গোষ্ঠী ‘আহাং’ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। এছাড়া অনুষ্ঠানে সবাইকে কাচ্চি বিরিয়ানি পরিবেশন করা হয়।