মো. সুমন মৃধাঃ দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকিতে “মানবতার পরশে, আসুন শীতার্তদের পাশে দাঁড়াই” এই স্লোগানকে সামনে রেখে প্রতিবছরের মতে এবারও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে “দুমকি তরুন সংসদ” ও শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের ০১নং এবং ০২নং ওয়ার্ডের ইউপি সদস্য ।
মঙ্গলবার (১২ জানুয়ারি) দুমকি তরুন সংসদ চত্বরে মো. সাইদুর রহমান জুয়েল এর সভাপতিত্বে ও এইচ. এম জুয়েল সরদারের সঞ্চালন প্রধান অতিথি হিসেবে দুমকি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান এ কর্মসূচির উদ্বোধন করেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন, মো. আমিনুল ইসলাম ছালাম চেয়ারম্যান শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ, মো. জসিম উদ্দীন (সুমন) অধ্যাক্ষ( দক্ষিণ বঙ্গ কারিগরি কৃষি ইনিস্টিউট),অধ্যাপক মো. সহিদুল ইসলাম(সরকারি জনতা কলেজ), মো. আবুল হোসেন(সাংগঠনিক সম্পাদক, দুমকি উপজেলা আওয়ামিলীগ ) অধ্যাপক মো. মাইনুল ইসলাম(দপ্তর সম্পাদক, দুমকি উপজেলা আওয়ামিলীগ), মো. নাসির উদ্দিন মৃধা( ইউপি সদস্য ০১ নং ওয়ার্ড শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ), মো. বিপ্লব আকন ( ইউপি সদস্য ০২নং ওয়ার্ড শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ), মো.শহিদুল ইসলাম সরদার (সাধারণ-সম্পাদক,নতুন বাজার কমিটি),মো. কালাম মৃধাসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় ১০৫ জন অসহায় ও দুঃস্থদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।