সোমবার, ০৮ মার্চ ২০২১, ০৮:৪৩ পূর্বাহ্ন
মো. সুমন মৃধা দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি \ পটুয়াখালীর দুমকিতে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে উপজেলা কমপ্লেক্স চত্তরে ইউএনও শঙ্কর কুমার বিশ্বাস’র নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। পরে জনস্বাস্থ্য বিভাগের উপ-সহ: প্রকৌশলী মো: সোহেল রানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শঙ্কর কুমার বিশ্বাস। অন্যান্যের মধ্যে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো: মাসুদ আলম, শিক্ষা কর্মকর্তা মনিলাল সিকদার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আ: লতিফ মিয়া, ব্রাক কর্মকর্তা শিউলী সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। সভা শেষে উপস্থিত শিক্ষার্থীদের আনুষ্ঠানিক ভাবে হাত ধোয়ার কৌশল শেখানোর মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়।