রবিবার, ১৮ এপ্রিল ২০২১, ১০:৫৪ অপরাহ্ন
বিষয়টি নিশ্চিত করে দুমকি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান বলেন, জেলা প্রশাসন এ আদেশ জারি করেছেন। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এই লকডাউন চলবে। তিনি বলেন, উপজেলার শুধুমাত্র ঔষধের দোকান ২৪ঘন্টা, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূদী দোকান দুপুর ১২ টা থেকে বেলা ২ টা পর্যন্ত খোলা থাকবে। এছাড়া বাকি সবকিছু বন্ধ থাকবে। কেউ লকডাউন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।