মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ০৮:১৫ পূর্বাহ্ন
আনোয়ার হোসেন, কুড়িগ্রাম প্রতিনিধি : তারিখ-১২.১১.১৯ইং
কুড়িগ্রামে ২২-বিজিবি ব্যাটালিয়ন কর্তৃক মালিকবিহীন প্রায় দেড়কোটি টাকারও অধিক মূল্যমানের বিভিন্ন প্রকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধব্বংস করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ২২-বিজিবি ব্যাটালিয়নের ক্যাম্পাসের সামনে প্রধান অতিথি হিসেবে এ কর্মসুচির উদ্বোধন করেন বিজিবি রংপুর বিভাগের আঞ্চলিক কমান্ডার অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল বেনজীর আহমেদ এএফডব্লিউ.পিএসসি। এসময় ২২-বিজিবি কুড়িগ্রামের অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ জামাল হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিজিবি রংপুর সেক্টর কমান্ডার উপ-মহাপরিচালক কর্ণেল আবু জাহিদ সিদ্দিকী-পিএসসি, জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি জাফর আলী, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিলুফা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাড. আহসান হাবীব নীলু প্রমুখ। উল্লেখ্য,২০১৫ সালের ১জানুয়ারী হতে ২০১৯ সালের ৩১ জুলাই পর্যন্ত উদ্ধারকৃত বিভিন্ন মাদকদ্রব্যের মধ্যে ফেন্সিডিল ৪২ লাখ ৪৫হাজার ২শ টাকা মূল্যের ১০হাজার ৬১৩টি বোতলসহ প্রায় ১কোটি ৮৬লাখ ৬০হাজার ১৩০টাকা মূল্যের আটককৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়।