সোমবার, ০৮ মার্চ ২০২১, ০৩:০৫ পূর্বাহ্ন
সাকিব আল হাসান
রৌমারী(কুড়িগ্রাম) :
কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের এক বছর মেয়াদি অনুমোদিত বর্তমান রাজীবপুর উপজেলা ছাত্রলীগে কমিটি দেড় বছর পেরিয়ে গেলেও নিজেদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল ও মতানৈক্যের কারণে সাংগঠনিক ভাবে এখনো পর্যন্ত সুসংগঠিত হয়ে উঠতে পারেনি উপজেলা ছাত্রলীগ। একই কারণে আজোবধি পূর্ণাঙ্গ কমিটিও গঠন করা সম্ভব হয়নি উপজেলা ছাত্রলীগের। ফলে পদ প্রত্যাশী অনেকেই উপজেলা কমিটিতে আসতে না পারায় হতাশ ও ক্ষোভ প্রকাশ করেছেন। যদিও অভ্যন্তরীণ কোন্দলের বিষয়টি অস্বীকার করছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর ও সাধারন সম্পাদক শেখ মেহেদী হাসান তারেক। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৯ নভেম্বর সম্মেলন ছাড়াই উপজেলা ছাত্রলীগের কমিটির অনুমোদন দেয় জেলা ছাত্রলীগ। ওই কমিটিতে সভাপতি হিসেবে সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক পদে শেখ মেহেদী হাসান তারেক কে দায়িত্ব দেওয়া হয়। উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শেখ মেহেদী হাসান তারেকের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে এব্যাপারে তিনি এই প্রতিবেদক কে বলেন, ‘পূর্ণাঙ্গ কমিটির তালিকা অনেক আগেই জেলা কমিটির কাছে প্রেরণ করেছি। হয়তো দ্রুত পুনর্নবা কমিটি দিয়ে দিবে জেলা ছাত্রলীগ। অভ্যন্তরীণ কোন্দলের বিষয়টি অস্বীকার করে উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান এই প্রতিবেদক কে বলেন, উপজেলা ছাত্রলীগে কোনো ধরনের অভ্যন্তরীন কোন্দল নেই। সভাপতি/সাধারণ সম্পাদক আমরা সবাই এক সাথে কাজ করছি। পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে জেলা কমিটির সভাপতি/সাধারণ সম্পাদকের নিকটে অনেক আগেই দিয়েছি। কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রাকিবুজ্জামান রনি মোবাইলে এই প্রতিবেদক কে বলেন, বন্যার কারনে দেওয়া সম্ভব হয়নি। ইনশাআল্লাহ দ্রুত কমিটি দিয়ে দিব।