মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ০৪:৪৪ অপরাহ্ন
বাড়তি অর্থ উপার্জনের জন্য মালয়েশিয়া গিয়ে ভাগ্য বিড়ম্বনায় পড়েছেন ১৬ বাংলাদেশি। তারা এখন না খেয়ে দিন জঙ্গলে কাটাচ্ছেন। বৈধ কাগজপত্র না থাকায় ধরা পড়ার ভয়ে জঙ্গলে অবস্থান করছেন তারা।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) মালয়েশিয়া কিনির বরাত দিয়ে মালয় মেইল এক খবরে এ তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়, সম্প্রতি মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে কর্তৃপক্ষ। ধরা পড়লেই দেশে পাঠিয়ে দেয়া হবে- এমন আতঙ্কে বহু বাংলাদেশি শ্রমিক জঙ্গলে আশ্রয় নিয়েছেন।
গত বছর মালয়েশিয়ায় কাজ হারিয়েছেন এমন ১৬ বাংলাদেশি কুয়ালালামপুরের কাছে একটি হাইওয়ের কাছে জঙ্গলে আশ্রয় নিয়েছেন। তারা আশায় আছেন কবে কর্তৃপক্ষের কাছ থেকে তারা নতুন করে অনুমোদন পাবেন।
পালিয়ে থাকা ওই শ্রমিকদের মধ্যে একজন বলেন, বাংলাদেশে আমার বাড়িতে থাকা গরুও আমার চেয়ে ভালোভাবে দিন কাটাচ্ছে!
এ বিষয়ে ওই বাংলাদেশি শ্রমিকদের নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানা গেছে।
বাংলাদেশি দূতাবাসের এক কর্মকর্তা সূত্রে জানা যায়, ফোনে কথা বলা, ধূমপান করা, কোম্পানির নিয়ম অনুযায়ী জুতা না পরাসহ বেশ কিছু কারণে কোম্পানি নিয়মভঙ্গের অপরাধে এসব শ্রমিককে শাস্তি দেয়া হয়েছে। আর শেষ পর্যন্ত অনেক শ্রমিককেই দেশে ফেরত পাঠানো হয়।