বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১, ০৭:৪৮ পূর্বাহ্ন
নওগাঁরসাপাহারউপজেলায়রাতেরঅন্ধকারেপ্রায় ৬৩ বিঘাজমির ১০ হাজারআমগাছহত্যাকরেছে দুর্বৃত্তরা, এ ঘটনায় অর্থনৈতিকক্ষতিসহপরিবেশগত যে ক্ষতিহয়েছেতাঅপূরণীয়। এমতাবস্থায় দোষীদের খুজে বেরকরে দৃষ্টান্তমূলকশাস্তির দাবিতে যৌথভাবেপ্রতিবাদ সমাবেশকরেেেছ পরিবেশ আন্দোলনমঞ্চ, সুবন্ধনসামাজিককল্যানসংগঠনএবংইনভায়রনমেন্ট ফর চিলড্রেন্স। আজ ১৫ নভেম্বর ২০১৯ সকাল ১১:০০ টায়রাজধানীরআজিমপুরেরভিকারুননিসানূন স্কুলেরসামনেঅনুষ্ঠিতপ্রতিবাদ সমাবেশ থেকে বক্তারা উপরোক্ত দাবিজানান।
সুবন্ধনসামাজিককল্যানসংগঠনেরসভাপতিহাবিবুররহমানহাবিবএরসভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেনপরিবেশ আন্দোলনমঞ্চেরসভাপতিআমিরহাসানমাসুদ, সহ-সভাপতি তৌহিদুলইসলামমাতিন, ইনভায়রনমেন্ট ফর চিলড্রেন্সএরসভাপতিখশরুআহম্মেদ, বাংলাদেশ সাইকেল লেনবাস্তবায়নপরিষদেরসভাপতিআমিনুলইসলামটুব্বুস,সুবন্ধনসংগঠনেরসহ-সভাপতি মোঃফারুক হোসেন, সাধারনসম্পাদক মোঃমকবুল হোসেন,সহ-সাধারনসম্পাদকমহসীন হোসেন, ঢাকার শেকড়েরএডমিন মোতালেবমাশরাকি,পরিবেশ আন্দোলনমঞ্চেরসদস্য মোঃনাসির হোসেন, মোঃ উজ্জলপ্রমূখ।
বক্তারা বলেন,প্রায়ই দেখাযায় নানা অজুহাতে শত্রুতার কারনে বৃক্ষ হত্যার মত ঘটনা ঘটছে যা খুবই দুঃখজনক। সৃষ্টির শুরু থেকেই গাছ মানুষের প্রাণ সঞ্চালনে কাজ করে যাচ্ছে। গাছ মানুষের পরম বন্ধু এই কথাটি বর্তমানে বেমানান হয়ে পড়ছে। শিল্পায়নের এই যুগে গাছ থেকে মানুষের ভালোবাসা ও যতœশীলতা কমে যাচ্ছে। ক্রমাবনতিশীল পরিবেশ ভারসাম্য, পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তন প্রতিহত করে পরিবেশ সুস্থ ও নির্মল রাখতে বৃক্ষের কোন বিকল্প নেই। বৈশ্বিকউষ্ণতার নেতিবাচকপ্রভাবেএখনসারা পৃথিবীতে ঝড়, জলোচ্ছাস, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, মেরুঅঞ্চলেরহিমবাহগলেযাওয়া, সমুদ্রপৃষ্ঠেরউচ্চতা বৃদ্ধি ইত্যাদি প্রাকৃতিকবিপর্যয় ঘটছে।কার্বননিঃসরণকমিয়ে বৈশ্বিকউষ্ণতাহ্রাসকরারলক্ষেবিশ্বব্যাপিচলছেঅধিকহারেবৃক্ষরোপন ও বনায়নকর্মসূচীরমতনানাধরনেরকর্মসূচী।পরিবেশসংরক্ষনে গাছেরভূমিকাঅত্যন্তবলিষ্ঠ ও সুস্পষ্ট। বায়ুমন্ডলেরকার্বন-ডাইঅক্সাইড ও অক্সিজেনেরভারসাম্যরক্ষায়যে পরিমান বৃক্ষরাজি থাকা দরকারসে পরিমাননা থাকায়বায়ুমন্ডলেকার্বন-ডাইঅক্সাইডেরপরিমানধীরেধীরে বৃদ্ধি পাচ্ছে।।ইন্ডিয়ান ফরেস্ট ইন্সটিটিউটের গবেষকদের মতে,একটি বৃক্ষের আর্থিক সুবিধার মোট মূল্য দাঁড়ায় ৩৫ লাখ ৪০ হাজার টাকা। অথচ নানা অজুহাতে বৃক্ষ নিধন এবং বনাঞ্চলগুলো ধ্বংস করে পরিবেশ ভারসাম্য নষ্ট করা হচ্ছে।এমতাবস্থায়১০ হাজার আমগাছ হত্যার সাথে জড়িতদের খুজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান বক্তারা।