মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ০৭:৩৯ অপরাহ্ন
ইউসুফ মন্ডল, নকলা, শেরপুর:
নকলা উপজেলার ৯টি ইউনিয়নের ১০ হাজার ৬১টি কার্ডধারীর মধ্যে ১৫ কেজি হারে ও পৌরসভার ৩ হাজার ৬১ টি কার্ড ধারীর মাঝে ১৫ কেজি হারে ভিজিএফ বিতরণ করেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, ভিজিএফ এর চাল হত দরিদ্র, অতি দরিদ্র ও বন্যার্তদের মাঝে বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান সার্বিক দেখাভালো দায়িত্ব পালন করেছেন। বিতরণ অনুষ্ঠানে, চেয়ারম্যান সাজু সাঈদ সিদ্দিকী, চেয়ারম্যান আলহাজ¦ মাজহারুল আনোয়ার মহব্বত, আনিসুর রহমান সোজা, শওকত হোসেন খান মুকুল, গোলাম রব্বানী, রেজাউল করিম হীরা, ফয়েজ মিল্লাত, বদরুজ্জামান বদি ও ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।