উজজ্বল রায় নড়াইলঃ নড়াইলে বিজয় দিবস বক্সিং খেলা (বালক ও বালিকা) ১৭/১২/১৯ইং২০১৯ইং এর শুভ উদ্বোধন ঘোষণা করলেন, নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি জনাব মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) আয়োজনে বক্সিং কমিটি নড়াইল, ব্যবস্থাপনায় নড়াইল ক্রিয়া সংস্থা নড়াইল।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার মোঃ রায়হান উদ্দিন মুরাদ (প্রবেশনাল) ও নড়াইল ক্রিড়া সংস্থা কর্মকর্তা-ও কর্মচারীবৃন্দ খেলোয়ার দর্শকবৃন্দ