বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১, ১২:০৮ পূর্বাহ্ন
বরিশাল ব্যুরো:
‘দক্ষ যুবক গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির নলছিটিতে জাতীয় যুব দিবস ২০১৯ উপলক্ষে যুব র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনে থেকে এক র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা চেয়ারম্যানের সভাকক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, ভাইস চেয়ারম্যান মোরশেদা লস্কর, জেলা পরিষদ সদস্য খন্দকার মজিবুর রহমান, নলছিটি মডেল সোসাইটির নির্বাহী পরিচালক মো. খলিলুর রহমান মৃধা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদ আলম জোমাদ্দার।