শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ০৭:১০ অপরাহ্ন
বরিশাল ব্যুরো \ ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের একটি সংযোগ কালবার্টের উপড়ে সাঁকো দিয়ে পারাপার হচ্ছে এলাকাবাসী।জানাগেছে,৪/৫বছর পূর্বে কালবার্টটি ইউনিয়ন পরিষদের অর্থায়নে নির্মিত হয়।কিছুদিন যেতে না যেতেই পূর্বপাশ ভেঙে পড়ে।এ বছর বাকী অংশ খালে পড়ে যায়। বর্তমানে এলাকাবাসী ওই কালবার্টের উপড়ে তাল ও সুপারী গাছ দিয়ে কোন রকম জীবনের ঝুকি নিয়ে পারাপার হচ্ছে।ওই সাকো দিয়ে এলাকার কোমলমতি শিশু শিক্ষার্থীরা পারাপার হতে মারাত্মক হুমকীর সম্মকীন হচ্ছে।সুবিদপুর গ্রামের এনজিও কর্মী মো: খলিলুর রহমান জানান,কালবার্টটি নির্মানের পর থেকেই অত্যান্ত নড়বড়ে ছিল।কিছুদিন পড়েই খালে ধ্বসে পড়ে।আমরা এলাকাবাসীর সহায়তায় গাছ দিয়ে পারাপার হই।ওই ওয়ার্ডের ইউপি সদস্য মো: রেজাউর রহমার (রেজা) জানান,আমার ওয়ার্ড এ ইউনিয়নের আত্যান্ত অবহেলিত।ওই কালবার্ট ছাড়াও আমার ওয়ার্ড রাস্তা,কালবার্ট ও উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছি।আরো কয়েকটি কালবার্ট নাজুক অবস্থায় রয়েছে।যে কোন সময়ে ভেঙে পরার আশংকা করছেন এলাকার ভুক্তভোগী জনসাধারন।এলাকাবাসী ঝালকাঠি ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমির হোসেন আমু মহদয়ের সু দৃষ্টি কামনা করছেন।