শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০৭:৩৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার:
ঈদ পূর্ণমিলনী আন্তর্জাতিক র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতায় টানা ৬ জয়
নিয়ে মো. আবু হানিফ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। এদিকে ৫ পয়েন্ট পেয়ে
রানারআপ হয়েছেন আমির সোহেল। অপরদিকে ৪.৫ পয়্টে পেয়ে টাইব্র্র্রেকিং
পদ্ধতিতে তৃতীয় ও চতুর্থ হয়েছেন যথাক্রমে ফিরোজ আহমেদ ও সাদনান হাসান
দিহান। তবে ৪ পয়েন্ট সংগ্রহ করে ট্রাইব্র্র্রেকিং পদ্ধতিতে মোহাম্মদ
আতাউর পঞ্চম স্থান লাভ করেন।
খেলা বোর্ডে গড়ানোর আগে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন চেসবিডি.কম এর
সম্পাদক মোরসালিন আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা
ক্রীড়া সংস্থার যুন্মসম্পাদক মোঃ খোরশেদ আলম নাসির, গোল্ডেন স্পোর্টিং
ক্লাবের সভাপতি মোঃ আমির আলী রানা ও একেএম হাসান জামান। অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাবেক সহ-সভাপতি মো. জাহাঙ্গীর
ইসলাম।
উল্লেখ্য বাংলাদেশ দাবা ফেডারেশন ও নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার
সহযোগিতায় ৬ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে ২৮ জন দাবাড়ু অংশগ্রহণ করেন। এর
মধ্যে ২৩ জন রেটেড খেলোয়াড় ছিলেন। টুর্নামেন্ট ডিরেক্টর ছিলেন মোহাম্মদ
শামীম। ম্যাচগুলো পরিচালনা করেন জাতীয় আরবিটার শাহজাহান কবীর। খেলা শেষে
বিজয়ীদের প্রাইজমানি দেয়া হয়।
দাবা’কে এগিয়ে নিতে ‘না’গঞ্জ ডিষ্ট্রিক্ট চেস প্লেয়ার এসোসিয়েশন’র পুণঃ
যাত্রা শুরু