jahir
- ৮ সেপ্টেম্বর, ২০১৯ / ১৭ জন দেখেছেন
অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুরের শ্রীরামগাড়ি এলাকা থেকে ট্রেনের ২৬৫০ লিটার চোরাই ডিজেল ও ১টি ইজিবাইক সহ চারজনকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার দিবাগত মধ্যরাতে র্যাব-৫ নাটোর ক্যাম্পের একদল সদস্য গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১টি ইজিবাইক সহ ১৩টি ড্রামে রক্ষিত ট্রেনের ২৬৫০ লিটার চোরাই জ্বালানি তেল উদ্ধার করে। এ সময় চাঁন মিয়া (৪০), বিপুল শেখ (৩০), মিজাউল ইসলাম (২৮) ও সাহেদুল ইসলাম (১৯) নামে চারজনকে গ্রেফতার করা হয়। চাঁন মিয়া লালপুরের শ্রীরামগাড়ী এলাকার রইচউদ্দিনের ছেলে, বিপুল ও মিজাউল পাবনার ঈশ্বরদীর ফতে মোহাম্মদপুর এলাকার নুরু সেখ ও রহিম সেখের ছেলে এবং সাহেদুলপাবনার আতাইকুলা মধুপুর এলাকার মৃত মজিদ মন্ডলের ছেলে।
র্যাব-৫এর নাটোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মো. রাজিবুল আহসান জানান, এই চোরাই জ্বালানি তেল বিক্রির উদ্দেশ্যে ঘটনাস্থলে গ্রেফতারকৃতরা অবস্থান করছিল বলে র্যাবের কাছে স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে রবিবার দুৃপুরে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।