মঙ্গলবার, ০৯ মার্চ ২০২১, ০১:০৬ পূর্বাহ্ন
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আলম আরা বেগম নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালক (ডিজি) হয়েছেন।
বুধবার (১৬ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে মহাপরিচালক পদে নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে। তবে নার্সদের মনে প্রশ্ন নতুন ডিজি কি নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরে যোগদান করবেন।
তাদের মনে এ প্রশ্নের কারণ ইতিপূর্বে গত ১২ জুলাই বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী সদস্য বেগম মহসিনা ইয়াসমিনকে মহাপরিচালক পদে নিয়োগ দেয়া হলেও তিনি যোগদান করেননি। তিনি সাবেক মহাপরিচালক তন্দ্রা শিকদারের স্থলে নিয়োগ পান। তন্দ্রা শিকদারকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক নিযুক্ত করা হয়।
মহসিনা ইয়াসমিন যোগদান না করায় তার পরিবর্তে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহাদাত হোসেনকে অতিরিক্ত দায়িত্ব দিয়ে নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালক পদে পদায়ন করা হয়।
সদ্য নিয়োগপ্রাপ্ত মহাপরিচালক আলম আরা বেগম মহাপরিচালক পদে যোগদান করবেন কিনা বুধবার সন্ধ্যায় জাগো নিউজের এ প্রতিবেদকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনও নিয়োগ আদেশ হাতে পাইনি। মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছি বলে শুনেছি। আগামীকাল অফিসে গিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলবো।’
তিনি বলেন, ‘সরকারি চাকরি করি। সরকার কোথাও নিয়োগ দিলে আমরা যোগদান করতে বাধ্য। তবে এ মুহূর্তে যোগদান করছি কিম্বা করছি না এমন কোনো মন্তব্য করতে চাইছি না।‘
এদিকে বেশ কয়েক মাস ভারপ্রাপ্ত মহাপরিচালক দিয়ে অধিদফতরের কার্যক্রম পরিচালনার পর নতুন মহাপরিচালক নিয়োগে নার্সিং সেক্টরে কর্মরতরা খুশি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন ডিজিকে অভিনন্দন জানাচ্ছেন তারা।
সদ্য নিয়োগপ্রাপ্ত মহাপরিচালক আলম আরা বেগমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্বাধীনতা নার্সেস পরিষদের (স্বানাপ) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মহাসচিব ইকবাল হোসেন সবুজ।
এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘বর্তমানে নার্সিং সেক্টরে নানামুখী সমস্যা বিরাজ করছে। কারিগরি শিক্ষাবোর্ডের শিক্ষার্থীদের নার্স হিসেবে স্বীকৃতি প্রদানের অপচেষ্টা, দ্রুত কমপ্রেহেনসিভ পরীক্ষা গ্রহণ ও বকেয়া সিলেকশন গ্রেড প্রদানসহ বিভিন্ন সমস্যা নিরসনে নতুন ডিজি উদ্যোগ গ্রহণ করবেন বলে আশা করছি।‘