গোপাল চন্দ্র রায়-ডোমার(নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার পৌরসভার থানাপাড়া নিবাসী দৈনিক ভোরের কাগজ পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক হিলালী ওয়াদুদ চৌধুরী বাবু আর নেই। শুক্রবার সকালে ঢাকার বাসা থেকে জাতীয় প্রেসক্লাবে সাব এডিটরস কাউন্সিলের সাধারন সভায় অংশ নিতে বের হওয়ার পথে বুকে তীব্র ব্যাথা ও শ্বাসকষ্ট অনুভব করায় মালিবাগের খিদমাহ হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৮ বছর। হিলালী ওয়াদুদ চৌধুরী জাতীয় প্রেসক্লাব ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ছিলেন। এ ছাড়া রংপুর বিভাগ সাংবাদিক সমিতির নেতাও ছিলেন তিনি। শুক্রবার বাদ জুম্মা জাতীয় প্রেসক্লাবে ও বিকালে ভোরের কাগজ কার্যালয়ের সামনে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। শনিবার ১৬ জানুয়ারী সাব এডিটরস নির্বাচনে সভাপতি পদে তিনি প্রতিদ্বন্দিতা করছিলেন। শনিবার সকাল ৯টায় ডোমার থানাপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে জানাযার নামাজ শেষে সকাল ১১ ঘটিকায় জলঢাকা উপজেলার ধর্মপাল হাজীপাড়ায় ৪র্থ জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন কাজ সম্পন্ন হবে। সাংবাদিক হিলালী গুল ওয়াদুদ চৌধুরী মৃত্যুকালে স্ত্রী,সন্তান, মা, ভাই-বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর সংবাদে নীলফামারী জেলায় সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে।
#
গোপাল চন্দ্র রায়-ডোমার(নীলফামারী) প্রতিনিধিঃ