শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ১২:২১ অপরাহ্ন
পার্থের অপটাস স্টেডিয়ামে দুই ইনিংস মিলিয়ে ব্যাগি গ্রিনদের প্রথম ইনিংসের সমান রানও করতে পারেনি ব্ল্যাক ক্যাপসরা। ৪৬৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ১৭১ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। এর আগে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৬৬ রানে অল আউট হয়েছিল তারা।
রোববার দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হাতে রেখে ১৬৭ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে অস্ট্রেলিয়া। ৯ উইকেটে ২১৭ রান করে ইনিংস ঘোষণা করেন অধিনয়ক টিম পেইন। প্রথম ইনিংসের বড় লিডের সুবাদে কিউইদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪৬৮ রান। এ ইনিংসে উইলিয়ামসনের দলের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট নেন পেসার টিম সাউদি।
বড় টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসেরই পুনরাবৃত্তি ঘটতে থাকে কিউই শিবিরে। দলীয় ৬ রানে ওপেনোর জিৎ রাভালকে হারানোর পরপরই তাসের ঘরের মতো ভেঙে পড়তে থাকে সফরকারী দল। কিউইদের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন বিজে ওয়াটলিং। প্রথম ইনিংসে কিউইদের ৫ উইকেট নেয়ার পর দ্বিতীয় ইনিংসে আরো ৪ উইকেট নিয়েছেন স্টার্ক। এছাড়া ৪ উইকেট নিয়েছেন অফ স্পিনার নাথান লায়ন।
এই জয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে লিড নিয়েছে টিম পেইনের দল। দুই ইনিংসে মোট ৯ উইকেট নিয়ে পার্থ টেস্টের ম্যাচ সেরা হয়েছেন স্টার্ক। সিরিজের পরবর্তী টেস্ট খেলতে মেলবোর্নে মুখোমুখি হবে দুই দল। ২৬ ডিসেম্বর শুরু হবে বক্সিং ডে টেস্ট।