jahir
- ৮ মার্চ, ২০২১ / ৬১ জন দেখেছেন
ইউনুছ শিকদার, নোয়াখালী প্রতিনিধি : সুবর্ণচর উপজেলার জাতীয়তাবাদী দল বিএনপি নেতা এনায়েত উল্লাহ বি কম স্যারের প্রয়ানে কাঁদছে লাখো ভক্তপ্রেমীরা।
শনিবার (৬ই মার্চ) ভোর ৪টায় ঢাকা আহছানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন, ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রজেউন। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৬১ বছর।
বর্ণাঢ্য জীবনে এনায়েত উল্লাহ (বি.কম) ছিলেন, চর বৈশাখী থানারহাট দাখিল মাদ্রাসার সিনিয়র ইংরেজি শিক্ষক। এছাড়াও ছাত্র শিক্ষক এবং অভিভাবকদের একজন প্রিয় আস্থাভাজন ব্যক্তি। মৃত্যুর পূর্ব পর্যন্ত সুবর্ণচর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হিসেবে দলকে পরিচালনা করেছিলেন।তিনি একাধিক শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা ছিলেন।
শনিবার বাদ আছর বাড়ীর দরজার মসজিদের পাশে জানাযা শেষে দাফন করা হয়।জানাযার নামাজে বিভিন্ন রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, ছাত্র পরিষদ, বন্ধুমহল ও স্থানীয় অসংখ্য গুণগ্রাহী উপস্থিত ছিলেন।