শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ০৬:০৬ পূর্বাহ্ন
মনির হোসেন,বরিশাল ব্যুরো \ উৎসবমূখর পরিবেশে নৌকার শ্লোগানে মূখরিত হয়ে উঠছে জেলার গৌরনদী উপজেলার বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলণ। ইতিমধ্যে বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলণে পদপ্রত্যাশী ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা বিপুল সংখ্যক পুরুষ ও নারী কর্মী সমর্থকদের নিয়ে সম্মেলণস্থলকে প্রানবন্ত করে তুলেছেন।
তারই ধারাবাহিকতায় শনিবার বিকেলে উপজেলার নলচিড়া বাজারে ইউনিয়নের ৭, ৮, ও ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলণ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলণে প্রধান অতিথি ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমান, ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা. আব্দুর রব হাওলাদার, ফারুক হোসেন মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দুলু নাগ, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সাহিদা আক্তার, সরিকল ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মৃধা। ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহজাহান খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি জোবায়ের ইসলাম সান্টু ভূইয়া, ছাত্রলীগ নেত্রী শারমিন কবির বিথীসহ অন্যান্যরা।